আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রকোপ চলছে গোটা বিশ্বজুড়ে। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের পুতুল বলে সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা খুবই দুঃখজনক। তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের খুব খারাপ এবং ভয়াংকর পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র তাদের বছরে ৪৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে। চীন দেয় বছরে ৩৮ মিলিয়ন ডলার। অথচ তাদের কার্যক্রম চীনকেন্দ্রিক। তারা চীনের পুতুল।
এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল স্থগিত করেছেন ট্রাম্প। করোনা মহামারিতে চীনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। এর আগে চলতি মাসের ৮ তারিখে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের পুতুল বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি না এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তবে অসেচতনতার বশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।