জুমবাংলা ডেস্ক : অবরোধ ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি শুরু হলো দুই ঘণ্টা বিলম্বে, কারণ ছিল টানা বৃষ্টি। আন্দোলনকারী বিসিএস পরীক্ষার্থীরা চান, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরই যেন ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় ‘পিএসসি ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। তবে বৃষ্টির কারণে তা ২ ঘণ্টা পর শুরু করেন আন্দোলনকারীরা। একজন বিসিএস প্রার্থী জানান, তারা বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তারা পিএসসি ব্লকেড কর্মসূচি পালন করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এর আগে, বুধবার (১৬ এপ্রিল) পরীক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে স্মারকলিপি জমা দেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁও পিএসসি ভবন থেকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত গিয়েছিলেন, যেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
তারও আগে, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরিপ্রার্থীরা আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিকালে পিএসসির প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে আলোচনা করলেও কোনো সমাধান আসেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন যে পিএসসি তাদের অবস্থানে অনড় রয়েছে।
পেঁয়াজের দাম : হিলি বাজারে এক সপ্তাহে কেজিতে ২০ টাকা বেড়েছে
পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন যে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ এবং নিরাপত্তার বিষয় বিবেচনা করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
সূত্র : সারাবাংলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।