স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম কাটা গেল মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানসহ সাত ক্রিকেটার। এ তালিকায় আরও আছেন– ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

অন্যদিকে নতুন করে চুক্তিভুক্ত হয়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। তন্মধ্যে শান্ত ও মিঠুন স্থান করে নিয়েছেন তিন সংস্করণেই।
তবে কেবল টেস্ট ক্রিকেটের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহী ও এবাদত। আর শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের আওতায় এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও নাঈম শেখ।
২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন এসব ক্রিকেটার। নতুন বছরে আবার তা হালনাগাদ করা হবে।
বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারের তালিকা:
বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারের তালিকা:
| নম্বর | ক্রিকেটারের নাম | টেস্ট | ওয়ানডে/টি-টোয়েন্টি |
| ১ | তামিম ইকবাল | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
| ২ | লিটন কুমার দাস | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
| ৩ | নাজমুল হোসেন শান্ত | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
| ৪ | মুশফিকুর রহিম | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
| ৫ | মোহাম্মদ মিঠুন | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
| ৬ | তাইজুল ইসলাম | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
| ৭ | মেহেদি হাসান মিরাজ | চুক্তিভুক্ত | চুক্তিভুক্ত |
| ৮ | মুমিনুল হক | চুক্তিভুক্ত | |
| ৯ | নাঈম হাসান | চুক্তিভুক্ত | |
| ১০ | আবু জায়েদ রাহী | চুক্তিভুক্ত | |
| ১১ | এবাদত হোসেন | চুক্তিভুক্ত | |
| ১২ | মাহমুদউল্লাহ রিয়াদ | ————- | চুক্তিভুক্ত |
| ১৩ | মোহাম্মদ সাইফউদ্দিন | ————- | চুক্তিভুক্ত |
| ১৪ | মোস্তাফিজু রহমান | ————- | চুক্তিভুক্ত |
| ১৫ | আফিফ হোসেন ধ্রুব | ————- | চুক্তিভুক্ত |
| ১৬ | নাঈম শেখ | ————- | চুক্তিভুক্ত |
২০১৯ সালের তালিকা থেকে বাদ পড়া ক্রিকেটার:
| নম্বর | ক্রিকেটারের নাম |
| ১ | মাশরাফি বিন মুর্তজা |
| ২ | সাকিব আল হাসান |
| ৩ | ইমরুল কায়েস |
| ৪ | আবু হায়দার রনি |
| ৫ | সৈয়দ খালেদ আহমেদ |
| ৬ | রুবেল হোসেন |
| ৭ | সাদমান ইসলাম |
নতুন চুক্তিভুক্ত ক্রিকেটাররা
| নম্বর | ক্রিকেটারের নাম |
| ১ | নাজমুল হোসেন শান্ত |
| ২ | মোহাম্মদ মিঠুন |
| ৩ | এবাদত হোসেন |
| ৪ | আফিফ হোসেন ধ্রুব |
| ৫ | নাঈম শেখ |
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


