in

বিড়া‌লের পিয়া‌নো বাজা‌নো দে‌খে মুগ্ধ হবেন আপনিও

পশু-পাখিদের অনেক প্রজাতি মানুষের খুব কাছের ও বিশ্বস্ত সঙ্গী। যারা জীবজন্ত পালন করেন, তাদের কাছে এরা পরিবারের সদস্যের মতোই ব্যবহার পেয়ে থাকে। এদের অনেকেই আবার অনুকরণ করে মানুষের মতোই কর্মকান্ড ঘটায়। তবে কখনো কি শুনেছেন বিড়াল পিয়ানো বাজায়? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই দেখা গেছে একটি ভিডিওতে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বিড়াল গভীর মনোযোগ দিয়ে পিয়ানো বাজাচ্ছে। সে এতটাই মনোযোগী যে এক সেকেন্ডের জন্যও ডানে বায়ে পর্যন্ত তাকাচ্ছে না। মনের আনন্দে সুর তুলে যাচ্ছে। প্রাণীদের সঙ্গীতের প্রতি আকর্ষণ এর আগেও দেখা গেছে। সুরের তালে নাচতেও দেখা গেছে তাদেরকে। তবে একেবারে যন্ত্রীর কায়দায় বাদ্যযন্ত্র বাজানোর দৃশ্য মনে হয় এই প্রথমই নজরে এলো।

ভিডিও নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে যা হাজারো নেটিজেনদের মন জয় করেছে। ভাইরাল হওয়া ভিডিওটি যারাই দেখেছেন, তারা অবাক হয়েছেন তো বটেই, পাশাপাশি তাদের ভালোবাসা ও আবেগও প্রকাশ করেছেন। ভিডিওটি এখন পর্যন্ত বহুবার শেয়ার করা হয়েছে। টুইট হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার দিয়ে একজন লিখেছেন, সত্যিই বিড়ালটির অনেক প্রতিভা রয়েছে। ভিডিওটি দেখতে ক্লিক করুন