লাইফস্টাইল ডেস্ক: প্রশ্ন: আমি একজন বিবাহিত পুরুষ। আমার বিয়ে হয়েছে ৪ বছর। বিবাহিত জীবন কিন্তু প্রথমদিকে ঠিকই ছিল। কিন্তু মুশকিল হল, এখন স্ত্রী অদ্ভুত রকমের অচরণ করছে। আসলে ও আমার সঙ্গে খুব খারাপ ভাবে কথা বলে। এমনকী কথায় কথায় চিল্লাতে থাকে। আমি কারও কাছ থেকে কিছু লোকাতে চাই না। তবে জানলে অবাক হয়ে যাবেন যে বিয়ের আগেই স্ত্রী একটা চুক্তি করে।
এই ধরনের চুক্তিকে বলে ‘Prenuptial Agreement’। এক্ষেত্রে এই ধরনের চুক্তির মাধ্যমে কারও একজনের মৃত্যু হলে বা বিবাহ বিচ্ছেদ হলে টাকা ও সম্পত্তির ভাগ বাটোয়ার হয়। আমার সঙ্গেও এমনটাই ঘটেছে। এই বিষয়টা নিয়ে আমি খুবই ভয়ে রয়েছি। বুঝতে পারছি না, এই সমস্যার সমাধান করব কী করে।
কোনও মানুষ যে এমনটা করতে পারে, এটা আমি ভাবতে পারিনি। ফলে তখন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ভুলটা ঠিক তখনই হয়েছিল। তাই এই সমস্যা ধাওয়া করে বেরচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমি কী করতে পারি, কোনও বিশেষজ্ঞ যদি এই বিষেয় আমায় পরামর্শ দেন (Relationship Tips)।
কারণ এখন স্ত্রীর (Wife) আচরণ আমার পছন্দ হয় না। ও আমায় ঠারে ঠারে বুঝিয়ে দেয় যে কী চাইছে। আর সেটা বুঝে নিলেই আমার ভয় হয়। তাই একটু সতর্ক তো থাকতেই হবে।
বিশেষজ্ঞের উত্তর
অন্টোলজিস্ট ও রিলেশনশিপ এক্সপার্ট আশমিন মুঞ্জল বলেন, আপনি এই চুক্তি সম্পর্কে বিশদে কিছুই বলেননি। এটা না বললে সবটা বোঝা যাবে সম্ভব নয়। এছাড়া আমার প্রশ্ন হল, এই বিবহিত জীবন থেকে আপনি ঠিক কী চান? আপনার স্ত্রী এখন ঠিক কী বলতে চাইছেন? স্ত্রী কেমন সম্পর্ক চাইছেন আপনার সঙ্গে? এই প্রশ্নগুলির উত্তর খুঁজে নিলে ভালো হতো।
প্রথমে এই বিষয়গুলি বুঝে নিন
প্রথমত আপনাকে বুঝে নিতে হবে যে এক্ষেত্রে একটা রোম্যান্টিক সম্পর্ক পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছুটা দূরত্ব রাখতে হবে। এবার এই অবস্থায় দাঁড়িয়ে আপনাকে বুঝে নিতে হবে যে সে আপনার থেকে ঠিক কী চাইছে, তাঁর ব্যবহারেই বা এমন বদল এল কেন। তবেই আপনি সমস্যা মিটিয়ে নিতে পারবেন।
অদ্ভুতভাবে ভাববেন না
আপনি জানিয়েছেন যে আপনার মনে হয় স্ত্রী ছেড়ে চলে যাবে। এই পরিস্থিতিতে আপনাকে আমি জানাব যে সম্পর্ক নিয়ে বেশি ভাবতে যাবেন না। আসলে কোনও কারণ ছাড়া এমন চিন্তা করতে শুরু করলে অবশ্যই সমস্যা দেখা দিতে পারে। তাই অহেতুক চিন্তা বন্ধ করতে হবে। এটাও তো হতে পারে যে সে আপনার কোনও বিষয় পছন্দ করছেন না। আপনার কোনও বিষয় নিয়ে তিনি রেগে রয়েছেন। তাই আমার পরামর্শ হল ওই আইনি দিক নিয়ে বেশি ভাববেন না।
এগিয়ে চলুন
এক্ষেত্রে জীবনে এগিয়ে যাওয়াটাই হল মূল মন্ত্র। আসলে আপনার যদি সম্পর্ককে বাঁচিয়ে রাখার ইচ্ছে থাকে, তবে এগিয়ে এসে পদক্ষেপও গ্রহণ করতে হবে। এক্ষেত্রে ওনার সঙ্গে অনেকটা সময় ব্যয় করুন। একসঙ্গে ঘুরতেও যেতে পারেন। পরস্পরের কাছাকাছি সময় কাটিয়ে ফেলতে পারলেই সমস্যার হয়ে যেতে পারে সমাধান। তাই এই প্রয়াসটা জারি রাখুন।
প্রতিবেদন সৌজন্যে: নবভারত টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।