বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের বান্ধবী নেহা খেড়েকরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কলকাতা নাইট রাইডার্স স্পিনার বরুণ। চলতি বছরের শুরুর দিকে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গত মে-জুনে লকডাউনের সময় চেন্নাইয়ে আটকে পড়েছিলেন বরুণ। তার এলাকাটি কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত হওয়ায় দীর্ঘদিন বের হতে পারেননি। একইসময়ে মুম্বাইয়ে গৃহবন্দি হয়ে ছিলেন নেহা। লকডাউন শেষে দীর্ঘদিন পর দেখা তাদের।
কোভিড প্রোটোকল মেনে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় স্পিনার। রিসিপশনে দেখা গেল নববধুর সঙ্গে ক্রিকেট খেলতে। কলকাতা নাইট রাইডার্সের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বরুণের ডেলিভারিতে ব্যাটিং করছেন নেহা। যে স্পিনারের স্পিন রহস্য ভেদ করতে গিয়ে আইপিএলের প্রতিপক্ষ ব্যাটসম্যানদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে, তার ডেলিভারিই কিনা হাসি মুখে খেলে দিলেন নেহা!
একটা সময় হতাশ হয়ে ক্রিকেট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বরুণ। ইঞ্জিনিয়ারিং পাশ করে আর্কিটেক্ট হিসেবে চাকরিও শুরু করেন। কিন্তু মন পড়েছিল সেই ২২ গজে। চাকরি ছেড়ে তাই তামিলনাড়ুর এই স্পিনার আবারও ক্রিকেটে কামব্যাক করেন। চলতি বছর আইপিএলে ভালো খেলার সুবাদে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টি-টোয়েন্টি দলে সুযোগও পান। যদিও চোটের জন্য আর মাঠে নামা হয়নি। তার পরিবর্তে দলে সুযোগ পান পেসার টি নটরাজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।