আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আসরে প্রথমেই হাই জাম্প দিলেন বর। এরপর কয়েকটি পুশ-আপও দিলেন। শেষে নববধূকে বললেন, তার ভালোবাসার কথা। বিয়ের আসরে এই অভিনব ঘটনা ঘটিয়েছেন ভারতীয় এক নৌসেনা। ভারতের কেরালার অধিবাসী ওই নৌসেনার বিয়ের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, স্যান্ডি থাপার নামক এক ব্যক্তি ভিডিওটি টুইটারে পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, নববধূকে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করাচ্ছেন ওই নৌসেনা। তিনি তখন উপস্থিত অতিথিদের উদ্দেশে বলেন, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সামনে আসছেন লেফটেন্যান্ট অ্যান্ড এলেনা ভার্গিস।’
নিজেদের পরিচয় দেওয়ার পরপরই তাকে নৌবাহিনীর তরফ থেকে স্যালুট দেওয়া হয়। চার্চে প্রবেশের সময় তাদের তরবারি প্রদর্শনও করা হয়।
এরপরই নতুন বরকে তিনটি কাজ দেওয়া হয়, যা তাকে করে দেখা হবে। প্রথমে তাকে ২০টি হাই জাম্প দিতে বলা হয়। দ্বিতীয়ত, তাকে স্ত্রীর সঙ্গে কোলাকুলির পর নাচতে বলা হয়। তৃতীয়ত, তাকে ১০টি পুশ-আপ দিতে বলা হয়। প্রতিটি কাজের সময় তাকে ‘আই লাভ ইউ এলেনা’ বলতে বলা হয়। পুশ-আপের সময় বরের এমন কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি নববধূ এলেনা।
তৃতীয় কাজটি করেই কেক কাটেন এ নব-দম্পতি। পুরো ঘটনার মধ্যে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।