বিয়ের আসর থেকে পালাচ্ছেন নিপুন!

বিয়ের আসর থেকে পালাচ্ছেন নিপুন!

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খানের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার। এরমধ্যে তার নতুন সিনেমার অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে এলো সেই সুখবর। ‘ভাগ্য’ নামের একটি সিনেমার শুটিং করছেন নিপুণ।

সম্প্রতি শুরু হয়েছে এ সিনেমার শুটিং। সেখানেই জানা গেলো, চরিত্রের প্রয়োজনেই বিয়ের আসর থেকে পালাচ্ছেন এ অভিনেত্রী।

বিয়ের আসর থেকে পালাচ্ছেন নিপুন!
ফাইল ছবি

ঢাকার আফতাব নগর এলাকায় শুটিং লোকেশানে তখন চলছিল দৃশ্য ধারণের প্রস্তুতি। তার একটু পরেই সেটে আসেন নিপুন আক্তার, অংশ নেন গানের দৃশ্যায়নে। কয়েক টেকে ওকে হয় শট। সিনেমার নাম ভাগ্য। বিয়ের আসর থেকে পালিয়ে নিপুন নেমে পড়েন ভাগ্য অনুসন্ধানে! এ যাত্রায় দেখা মেলে জীবনের নানা বাঁক ! আছে দেশ প্রেম আর ভালোবাসার আহ্বানও।

জানা গেছে, ভাগ্য সিনেমায় নিপুন অভিনয় করেছেন নীলা নামের একটি চরিত্রে। চরিত্র নিয়ে অভিনেত্রী নিপুন আক্তার বলেন, সিনেমার শুরুতে দেখা যাবে বিয়ের আসর থেকে পালাচ্ছে মেয়েটা। বিয়ের আসর থেকে মেয়েটা কেনো পালাচ্ছে তার পেছনে অনেক গল্প আছে যেগুলো হলে আসলেই জানা যাবে।

নিপুনের সাথে এ সিনেমায় জুটি বেঁধেছেন মাহবুবুর রশিদ মুন্না। এর আগে ধুসর কুয়াশা সিনেমায় একসাথে কাজ করেছিলেন তারা। সহশিল্পী নিপুনকে নিয়ে তিনি বললেন, একজন সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করতে গেলে উনি যদি আমাকে সাহস না দেন তাহলে কাজ করাটা বেশ কঠিন। নিপুন এক্ষেত্রে আমাকে যথেষ্ট সহযোগীতা করেছেন এবং সাহস জুগিয়েছেন।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, গাঙ্গুয়াসহ অনেকেই। সিনেমাটি পরিচালনা করছেন নিরঞ্জন বিশ্বাস।

জানা গেছে, গত বছর শুরু হয় সিনেমার শুটিং। কিন্তু নিপুন নির্বাচনে ব্যস্ত থাকায় তার অংশের শুটিং শেষ হয়নি তখন। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমার প্রায় নব্বই ভাগ শুটিং। কিছুদিন পরেই শেষ হবে বাকি অংশের শুটিং। আশা করা হচ্ছে সম্পাদনার কাজ শেষে দ্রুতই মুক্তি পেতে পারে সিনেমা ‘ভাগ্য’।

শখ পূরণ করতে গিয়ে ১৮ কোটি টাকা দেনা!