বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই রাজধানীর একটি কাজী অফিসে গোপনে বিয়ে করেছেন ঢাকাইয়া সিনেমার নায়িকা পরীমনি। তবে শেষ পর্যন্ত বিয়ের বিষয়টা আর গোপন রাখতে পারেননি তিনি।
এতো গেলো পুরানো খবর, কিন্তু নতুন খবর হলো বিয়ের একমাস না যেতেই স্বামীর থেকে আলাদা থাকছেন পরীমনি। কিন্তু, কেন?
করোনাভাইরাসের কারণে সম্প্রতি শুটিং বন্ধ হয়ে গিয়েছে পরীমনির ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর। গত ৫ এপ্রিল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিম ঢাকায় ফিরেছে। টিমের সঙ্গে ঢাকা ফিরেছেন অভিনেত্রীও।
শুটিং থেকে ফিরে সরাসরি বনানীর বাসায় ওঠেন তিনি। আর টানা ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন বলেও জানিয়েছেন সংবাদমাধ্যমে। আর সে কারণেই স্বামীর কাছ থেকে দূরে আছেন বলে জানান তিনি। পরীমনি বলেন, সবার আগে জীবন ও সুস্থ থাকা। বর্তমান সংকট কেটে গেলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
পরীমনির ঘরবন্দি একাকী জীবন কিভাবে কাটছে সেটা জানতে চাইলে তিনি বলেন, নতুন সব সিনেমার চিত্রনাট্য পড়ছি। সিনেমা দেখছি। ওয়েব সিরিজ দেখছি। নিত্যনতুন রান্না করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কম সময় দিচ্ছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।