আন্তর্জাতিক ডেস্ক: বিহারের একজন আইপিএস অফিসার নভজোৎ সিমি। ২০২০ সালে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। বুদ্ধিমতি ও সুন্দরী দুটোই তিনি। অংকের কঠিন সব সমস্যা নিমেষে পরীক্ষা খাতায় সমাধান করে ফেলেন। শুধু অংকই বা কেন? ইংরেজি, ভূগোল, ইতিহাস, সংবিধান-প্রায় সব বিষয়েই তার জ্ঞান ঈর্ষণীয়।
আর শুধু বইয়ের পাতায় তার অবাধ বিচরণের পাশাপাশি নেটমাধ্যমের পাতাতেও পরিচিত মুখ নভজোৎ সিমি।
ইনস্টাগ্রামে তাকে দেখে যে কেউ বলিউড তারকা বলে ভুল করতে পারেন। এর আগে পিসিএস (পাঞ্জাব সিভিল সার্ভিস) অফিসার হিসেবে কাছে যোগ দিয়েছিলেন তিনি। নভজোৎ সিমি পাঞ্জাবেরই মেয়ে। তার বাবা ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চ কর্মকর্তা, মা গৃহিনী। তফশিলি পরিবার হওয়ায় ছোটবেলায় প্রতিবেশী, বন্ধুদের কাছে অনেক কুকথা শুনেছেন নভজোৎ। ফলে ছোটবেলা থেকেই সরকারি উচ্চপদে চাকরি করার স্বপ্ন দেখতেন তিনি।
পড়াশোনা করেছেন পাঞ্জাবের একটি বেসরকারি স্কুলে।পরবর্তীতে লুধিয়ানার বাবা যশবন্ত সিং ডেন্টাল কলেজ থেকে স্নাতক হন। তারপর দাঁতের ডাক্তারি শুরু করেন। কিন্তু তার লক্ষ্য ছিল আইপিএস। ফলে চিকিৎসকের কাজ করতে করতেই ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। নয়াদিল্লিতে টিউশনও নিতে শুরু করেন।