জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার মদন উপজেলায় বিয়ের দাবিতে অনশনে বসা সেই তরুণী (২১) আত্ম হ ত্যা করেছেন। পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি। খবর পেয়ে আজ শুক্রবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। মামলা তুলে নিতে হুমকি এবং অশ্লীল ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দিতে পারে-এমন আশঙ্কায় আত্ম হ ত্যা করেছেন বলে দাবি তরুণীর স্বজনদের।
![আত্ম হ ত্যা করলো বিয়ের দাবিতে অনশনে বসা সেই তরুণী](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/04/kiovb.png?resize=650%2C377&ssl=1)
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামের মেনু ভূঁইয়ার ছেলে রুমেলের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা হয় ওই তরুণীর। এরপর তাদের মধ্যে প্রেম হয়। বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধ র্ষ ণ করেন রুমেল। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। তাই বিয়ের দাবি নিয়ে ২০২০ সালের ৩ আগস্ট রুমেলের বাড়িতে বিষ হাতে অনশনে বসেন ওই তরুণী। সে সময় রুমেল বাড়ি থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ওই বছরের ৭ আগস্ট তরুণীর ভাই বাদী হয়ে আদালতে ধ র্ষ ণ মামলা করেন। ডাক্তারি পরীক্ষায় ধ র্ষ ণের আলামতও মেলে। পরে আদালতে তিনজনের নাম উল্লেখ করে জবানবন্দি দেন তরুণী। কিন্তু পুলিশ অন্যদের বাদ দিয়ে রুমেলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ১২ জানুয়ারি অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দেয় বাদীপক্ষ। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বলিউডে তখন ক্যারিয়ার গড়লে, বাংলাদেশটা ছাড়তে হতো ; মুখ খুললেন জেমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।