উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া গ্রামের বাসিন্দা শাকিল মিয়া। তার বাবার নাম এনারুল ইসলাম।
প্রেমিককে বিয়ের দাবিতে কিশোরীর অবস্থানের বিষয়টি জানতে পেরে শাকিলের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন আমাদের সময়’র এই প্রতিনিধি। কিশোরী জানায়, গত এক বছর ধরে শাকিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন শাকিল। বুধবার তারই এক বন্ধুর মাধ্যমে কিশোরী জানতে পারে শাকিলের বিয়ের কথা।
নবম শ্রেণির ওই স্কুলছাত্রী আমাদের সময়কে বলে, ‘শাকিল বিয়ে করতে যাবে শোনার পর আমি তার বাড়িতে অবস্থান নেই। কিন্তু তার পরিবার আমাকে তাদের বাড়ির গেটে রেখে চালাকি করে বের হয়ে যায়। জানতে পেরেছি শাকিল বিয়ে করে ফেলেছে। এখন পর্যন্ত (বিকেল) তারা বাড়িতে ফেরত আসেনি।’
কিশোরীর দাবি, শাকিল তাকে বিয়ে না করলে, সে নিজের বাড়ি ফিরে যাবে না। সে এখনও শাকিলের বাড়িতে অবস্থান করছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।