স্পোর্টস ডেস্ক : নতুন জীবন শুরু করেছেন সৌম্য সরকার। গত ২৮ ফেব্রুয়ারি প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে পা দিয়েই মাঠে ফিরতে হয়েছে সৌম্যকে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন। খেলার সুযোগ হয়নি।
আজ মাঠে নামেন প্রথম টি-টোয়েন্টিতে। মাঠে নেমেই বাজিমাত। ২০১৮ সালের পর পেয়েছেন টি-টোয়েন্টি ফিফটি। মিরপুরে তার ঝোড়ো ব্যাটিংয়ে ওলটপালট জিম্বাবুয়ে। ৪ চার ও ৫ ছক্কায় ৩২ বলে করেছেন ৬২ রান। অসাধারণ ইনিংসে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। পুরস্কার জিতে জানালেন, মাঠে নামার আগে খুব নার্ভাস ছিলেন। কেন? উত্তরটা শুনুন তার মুখ থেকেই, ‘বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি। মনোযোগ সেদিকে ছিল। খুব নার্ভাসও লাগছিল।’
জাতীয় দলের সতীর্থ লিটন কুমার দাশের দাবি, বিয়ের পর জীবন গুছিয়েছে। বিপিএলের সময় বলেছিলেন, ‘বিয়ের পর মাথা খুলেছে।’ বিয়ের পর লিটনের জীবনের পরিবর্তনের পাশাপাশি তার ব্যাটিংয়েও এসেছে পরিবর্তন। সেই পরিবর্তনের হাওয়ায় উড়ছে বাংলাদেশ ক্রিকেটও।
সদ্যই বিয়ের পিঁড়িতে বসা সৌম্যরও ধারণা, জীবন পরিবর্তন হতে শুরু করেছে। ‘মাত্র কয়েকদিন হল বিয়ে করেছি। একটা ম্যাচ খেলেছি। জীবন পরিবর্তন হবে যে এটা বুঝতে পারছি। ’ – বলেছেন সৌম্য।
বিয়ের আগে রাইজিংবিডি’র সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন, জীবনসঙ্গী পছন্দ করেন ক্রিকেট। ক্রিকেট বোঝেনও। প্রিয়ন্তির পছন্দের ক্রিকেটার সৌম্য। ভালো, খারাপ দুই সময়ই ছায়া হয়ে থাকেন প্রিয়ন্তি। সৌম্য সেখান থেকেই পান প্রেরণা। পান লড়াই করার তীব্র মানসিকতা।
ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করে সৌম্য যৌথ জীবনের পথে হাঁটা শুরু করেছেন। আশির্বাদ হয়ে সৌম্যর জীবন রাঙাচ্ছেন পূজা। যুগলবন্ধী দারুণ ইনিংসে সৌম্যর মাঠের ইনিংস উঠুক চূঁড়ায় এমনটাই প্রত্যাশা কোটি ক্রিকেটভক্তের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।