বিয়ের পিঁড়িতে মিলি-রাশেদ

মিলি-রাশেদ

বিনোদন ডেস্ক : ‘মনপুরা’ চলচ্চিত্রের নায়িকা ফারহানা মিলির সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন এই সময়ের প্রিয় মুখ রাশেদ সীমান্ত। নাটকের নাম ‘বিয়ে বাণিজ্য’।
মিলি-রাশেদ
টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এ বি রোকন। আরও অভিনয় করেছেন অলিউল হক রুমি, শফিক খান দিলুসহ অনেকে। সম্প্রতি ঢাকার উত্তরায় শুটিং হলো নাটকটির।

নাটকটি নিয়ে দারুণ আশাবাদী রাশেদ সীমান্ত। বিশেষ করে ফারহানা মিলির হৃদয়ছোঁয়া অভিনয় মানুষ মনে রাখবে দীর্ঘদিন। গল্পে নায়ক জগলুল হায়দার চরিত্রে রাশেদ সীমান্ত ও লাবণীর চরিত্রে মিলি। প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

অস্কারের ব্যাপারে অদ্ভুতুড়ে ৫ টি তথ্য