in

বিয়ের মঞ্চে উদ্দাম নাচ, পড়ে গেলেন বর-কনে (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের অনুষ্ঠান মানেই আনন্দ উৎসব। বিয়েতে নাচ-গান, খাওয়া-দাওয়াসহ আনন্দ আয়োজনের কোনো কমতি থাকে না। তবে এই বিয়ের আনন্দে নাচতে গিয়ে বিপাকে পড়েছেন বর-কনে। নাচতে গিয়ে একদম মঞ্চ থেকে পড়ে গেছেন তারা।

ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে বলে শনিবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একদম সিনেমার মতো পরস্পরের হাত ধরে নাচতে নাচতে বিয়ের মঞ্চে প্রবেশ করছেন বর-কনে। উদ্দাম নাচের এক পর্যায়ে বর-কনে একসঙ্গে মঞ্চের বাইরে পড়ে যান।

সারপ্রাইজ লাভ স্টোরিজ নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ওই ভিডিও শেয়ার করা হয়েছে। এ পর্যন্ত ওই ভিডিও ২৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে। ভিডিওতে লাইক দিয়েছেন ৫৩ হাজার মানুষ। মজার ওই ভিডিও দেখে অনেকেই কমেন্ট বক্সে হাসির ইমোজি দিয়েছেন।

অবশ্য জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে বর-কনের এই প্রাণবন্ত উদ্দীপনা দেখে কেউ কেউ তাদের প্রশংসাও করেছেন।

তবে কবে, কোথা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে তা জানা যায়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

View this post on Instagram

A post shared by Surprise Love Storie’s 💘💍 (@surprizhikayeler)