বিনোদন ডেস্ক: বলিউডে অনেক বছর ধরে অভিনয় করছেন মাহি গিল। মাঝে কিছুদিন বড়পর্দায় দেখা যায়নি তাকে। অবশেষে রহস্যভেদ করলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি জানালেন তার একটি কন্যা সন্তান রয়েছে। আগস্ট মাসেই তার তিন বছর বয়স হবে।
নবভারত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মাহি বললেন, তার কাছে কেউ কোনোদিন জানতে চাননি- তাই আগ বাড়িয়ে মেয়ের জন্মের কথাও কাউকে বলেননি। আপনারা যখন জিজ্ঞাসা করলেনই তখন বলি, হ্যাঁ আমার ছোট্ট মেয়ের এই আগস্টেই তিন বছর বয়স হবে। আর আমি সিঙ্গেল মাদার। বিয়ে করিনি। যখন মনে হবে তখন করব।
মাহি আরও বলেন, “আচ্ছা বলুন তো বিয়ের সত্যিই কি কোনো প্রয়োজন আছে যখন একজন মানুষ এভাবেই খুশি রয়েছেন। বিয়ের না করেও সন্তান ও পরিবার পাওয়া সম্ভব। বিয়ের খুবই সুন্দর অভিজ্ঞতা, তবে সেই সফরে কেউ পা বাড়াবেন কি না, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ও পছন্দ।”
তবে এই সন্তানের বাবা কে? মাহি জানালেন, ভালোবাসা ছাড়া একদিনও কাটানো তার পক্ষে সম্ভব নয়। তবে সেই ভালোবাসার মানুষটির সঙ্গে সাত পাকে বাধা পড়েননি তিনি। বরং তারা লিভ-ইন করেন। বর্তমানে মাহির বয়ফ্রেন্ড গোয়ায় থাকেন এবং ছোট্ট মেয়ে ভেরোনিকা তার সঙ্গে মুম্বাইতে থাকে। কাজের ফাঁকে মেয়েকে নিয়ে প্রায়ই তিনি পাড়ি দেন গোয়ায়।
তিগমাংশু ধুলিয়ার সাহেব ‘বিবি অউর গ্যাংস্টার’ ছবিতে মাহির অভিনয় সাড়া ফেলে দিয়েছিল। দর্শকদের মন জয় করেছিলেন অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’তে অভিনয় করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।