বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর বিয়ের ঘোষণা দেন তিনি। এরপর পারিবারিকভাবের জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেন তিনি।
দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পার করেছেন ফারিয়া। বিয়ের এক বছর অতিক্রান্ত করার পর জানালেন বিয়ে নিয়ে তার দুই স্বপ্নের কথা। গতকাল রাতে ফারিয়া তার ফেসবুকে সে স্বপ্নের কথাই জানালেন। সঙ্গে প্রকাশ করেছেন বিয়ের একটি ভিডিও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘বিয়ে নিয়ে অনেকের অনেক স্বপ্ন থাকে! আমার ছিল দুইটা স্বপ্ন, ১. একটা অনুষ্ঠান যেখানে আমরা এবং আমাদের বন্ধুরা ফাটিয়ে মজা করবে। ২. আমার বিয়ের অনুষ্ঠান খোলা আকাশের নিচে হবে!
তিনি আরও লেখেন, মাকে বললাম, বিয়ের সব তোমাদের মতো হবে, কিন্তু এই অনুষ্ঠানের সব দায়িত্ব আমার। তুমি গেস্ট হয়ে আসবে, এনজয় করবে, তোমার কোনো প্রেসার নেওয়ার দরকার নেই। যেই বলা সেই কাজ, এক কথায় বলা যায় আমি একাই এই আয়োজনটা করেছি। হল বুক থেকে খাবার সব, বাকিটা রাফি আর বশির ভাই।
সবশেষে তিনি লিখেছেন, ‘এজ অলওয়েজ অপু কোনো দায়িত্ব তো নেয়ই নাই উল্টা জ্বালাইসে!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


