বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু চলচ্চিত্র ‘সীতা রামাম’ ঝড় তুলেছে দর্শক, সমালোচকদের মনে। সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষের আলোচনায় শীর্ষস্থান ধরে রেখেছে। হানু রাঘবপুদি পরিচালিত ও দুলকার সালমান এবং ম্রুণাল ঠাকুর অভিনীত ‘সীতা রামাম’ এর হৃদয় ছোঁয়া অনুভূতি এবং রোমান্স দর্শকদের মনে করিয়ে দিয়েছে বলিউডের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা ‘বীর-জারা’র কথা।
২০০৪ সালে যশ চোপড়া পরিচালিত বীর-জারা একটি প্রেমের গল্পনির্ভর সিনেমা।
প্রীতি জিনতা ও শাহরুখ খান অভিনীত সিনেমাটি বলিউডের অন্যতম সেরা একটি রোমান্টিক সিনেমা হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। সিনেমাটি বক্স অফিসের পাশাপাশি দর্শক হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয়। দীর্ঘ ১৮ বছর পর দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুরের ‘সীতা রামাম’ আবার যেন সিনেপ্রেমীদের সেই অনুভূতির সঙ্গে যুক্ত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে এখন ‘সীতা রামাম’ এর প্রশংসায় পঞ্চমুখ এবং এটিকে বীর-জারার সঙ্গেও তুলনা করছেন অনেকে। রোমান্টিক ঘরানার সিনেমা হিসেবে দর্শক ও ভক্তবৃন্দের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।
তবে, এই তুলনা মানতে নারাজ সিনেমাটির অভিনেতা দুলকার সালমান। তিনি বলেন, পিরিয়ড ড্রামায় তাঁর ভূমিকার জন্য অবচেতন অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল শাহরুখ খান। তাই তাদের দুজনের তুলনা করা শাহরুখ খানকে ‘অপমান’ করার মত। দুলকার নিজেকে শাহরুখের একজন বিশাল ভক্ত হিসেবে প্রকাশ করেছেন।
দুলকার পিটিআইকে বলেন, ‘শাহরুখ স্যার আমাদের সকলের জন্য অনুসরণ করার মতো একজন। তিনি মানুষের সঙ্গে কেমন আচরণ করেন, তাদের সঙ্গে কিভাবে কথা বলেন, মহিলাদের সঙ্গে তিনি কতটা শ্রদ্ধাশীল, এসবকিছুই তাঁর মহৎ গুণ। তিনি খুবই বিশেষ একজন। আমি তাঁর সিনেমা দেখে এবং পর্দায় তাকে ভালোবাসতে দেখেই বড় হয়েছি। ‘ডিডিএলজে’ সবসময় আমার অনুপ্রেরণা। আমার সঙ্গে তাঁর তুলনা করাটা তাকে অপমান করার মত, কারণ এখানে একজনই শাহরুখ খান আছেন। ’
‘সীতা রামাম’ ৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ৯ সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হয় সিনেমাটির। হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় সুপরিচিত বেশিরভাগ গণমাধ্যম ও সমালোচকদের পর্যালোচনা অনুযায়ী সিনেমাটি ক্লাসিক ‘রাম-সীতা’র গল্পের একটি সুন্দর আধুনিক যুগের উপস্থাপনা। এটি এমন এক চলচ্চিত্র, যা সকলের হৃদয় পরিবর্তন করতে পারে। বছরের অন্যতম সেরা একটি সিনেমা হিসেবেও এটি জায়গা করে নিয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।