নিজস্ব প্রতিবেদক : রাজশাহী অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা। একাত্তরের গেরিলা যুদ্ধে তাঁর নেতৃত্বে এ অঞ্চল শত্রু মুক্ত হয়। রণাঙ্গনের লড়াকু এই বীরযোদ্ধা এখন দীর্ঘ তিন বছর যাবত নিউরো সমস্যায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার সুচিকিৎসার কথা চিন্তা করে আজ (২৫ জুলাই) দুপুরে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাসভবনে ছুটে যান জেলা প্রশাসক শামীম আহমেদ।
জেলা প্রশাসক শামীম আহমেদ তাঁর অসুস্থতার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নত চিকিৎসার জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।
ভবিষ্যতে বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজার চিকিৎসার জন্য যেকোনো ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অয়ন ফারহান শামস, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।