বুকে এক টুকরো কাপড়, সমুদ্রপাড়ে যার সাথে উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত

নুসরাত

বিনোদন ডেস্ক: বরকে সঙ্গে নিয়ে ফের ছুটি কাটাতে চলে গিয়েছেন নুসরাত জাহান। সেখান থেকে সোশ্যালে ছবি শেয়ার করলেন তিনি। তাও আবার বিকিনিতে। বুকে এক টুকরো কাপড়। সঙ্গে কোমরে একটা স্কার্ফ বেঁধেছেন। রংচঙে বিকিনিতে সকলকে ঘায়েল করলেন নুসরাত।

নুসরাত বরাবরই লাস্যময়ী। তাঁরা রূপে ঘায়েল হয় লাখ লাখ ভক্ত। মা হয়েছেন গত বছরের অগস্টেই। কিন্তু সেটা নায়িকাকে দেখে কি কোনভাবে বোঝা দায়? কয়েকমাসেই ওজন কমিয়ে ফিরে এসেছেন আগের চেহারায়। তাই তো যাকে বলে ‘পারফেক্ট ফিগার’ শো অফ করলেন সোশ্যালে।

সমুদ্র-পাড় থেকে ছবি শেয়ার করলেন নুসরাত জাহানের স্বামী যশ দাশগুপ্তও। নায়ক লিখলেন, ‘এই ধরনের দিনগুলোর জন্যই আমার জন্ম’। আর নায়িকা লিখলেন, ‘ঢেউ উঠতে দাও, তা সে চুলে হোক বা সমুদ্রে’।
নুসরাত
নীল সানগ্লাস আর সাদা টি-শার্টে ছবি শেয়ার করেছেন যশ। যদিও ঠিক কোথায় তাঁরা ছুটি কাটাচ্ছেন তা খোলসা করেননি, তবে হ্যাশট্যাগে রয়েছে Foreign Vacation কথাটা। তবে ২৬ অগস্ট ছিল নুসরাত-যশের ছেলে ঈশানের প্রথম জন্মদিন। তাহলে কি খুদের জন্মদিন উপলক্ষেই এই সি-ভ্যাকেশন!

২০২০-র লকডাউনে হঠাৎ সামনে আসে নুসরাত আর যশের সম্পর্কের। তারপরই খবর মেলে অভিনেত্রী প্রেগন্যান্ট। তখনও তিনি পরিচিত নিখিল জৈনর স্ত্রী হিসেবে। এরপর নায়িকা দাবি করেন নিখিলের সঙ্গে তাঁর বিয়ে অবৈধ। যান আদালতে। রায়ও আসে তাঁর সপক্ষে। এরপর পুজোর সময় এক সাক্ষাৎকারে মেনে নেন যশই তাঁর ছেলের বাবা। এমনকী অভিনেতার জন্মদিনে হাজবেন্ড লেখা কেকের ছবি দিয়ে বুঝিয়েছিলেন সম্পর্কের জল বহুদূর গড়িয়েছে। এখন অবশ্য কোনও রাখঢাক নেই। একসঙ্গে বেশ আছেন, চার হাতে মানুষ করছেন দুই ছেলেকে (যশের আগের পক্ষের বিয়েতেও একটা ছেলে আছে)।

সূত্র: হিন্দুস্তাইন টাইমস

১৫ বার বউ সাজলেন দীঘি, বিয়ে নিয়ে যে খবর