বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল আগুয়েরোকে

স্পোর্টস ডেস্ক : মাত্র ৪০ মিনিট মাঠে থাকতে পারলেন সার্জিও আগুয়েরো। বার্সেলোনার ফরোয়ার্ড বুকে অস্বস্তিকর ব্যথা নিয়ে হাসপাতালে যেতে হলো তাকে। পূর্বসতর্কতা হিসেবে কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।

শনিবার আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্রর ম্যাচে প্রথমার্ধে মাথা ঝিমঝিম করার কথা জানান আগুয়েরো। তারপরই হাসপাতালে নেওয়া হয় তাকে নিশ্চিত করেছেন বার্সার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান।

বার্সায় যোগ দিয়ে পায়ের চোট নিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড মৌসুমের প্রথম দুই ম্যাচ ছিলেন মাঠের বাইরে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মধ্য অক্টোবরে ক্লাব অভিষেক হয় তার।

ম্যাচ খেলার এক পর্যায়ে বুকে আঘাত পান আগুয়েরো। পরে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন বুকে অস্বস্তির অভিযোগ করেন। ক্লাবের মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন আগুয়েরো। ফিলিপ্পে কৌতিনিয়ো তার স্থলাভিষিক্ত হন।

মেডিকেল প্রটোকল মেনে আর্জেন্টাইন ফরোয়ার্ড অ্যাম্বুলেন্সে করে ন্যু ক্যাম্প ছাড়েন।

অবশ্য দ্বিতীয়ার্ধে জেরার্ড পিকের সঙ্গে সাইডলাইন বেঞ্চে দেখা যায় আগুয়েরোকে। ক্লাব পরে জানায়, বুকে ব্যথার কারণে কিছু হৃদযন্ত্রের পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছিল তাকে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নিয়ে কিছু বলেনি বার্সা কর্তৃপক্ষ।