আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আগামী বছরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ৮০ বছরের জো বাইডেন। মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় এ ঘোষণা দেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট।
বাইডেনের এমন ঘোষণার পর তাকে নিয়ে কটাক্ষ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে মেদভেদেভ প্রেসিডেন্ট বাইডেনকে একজন স্মৃতিশক্তি কমে যাওয়া বুড়ো ও মরিয়া দাদা বলে অভিহিত করেছেন
বুড়ো বয়সে বাইডেন ভয়ংকর ভুল সিদ্ধান্ত নিতে পারেন- উল্লেখ করে সাবেক রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি যদি মার্কিন সামরিক বাহিনীতে থাকতাম, তাহলে দ্রুত নকল পারমাণবিক কোড সংবলিত একটি নকল ব্রিফকেস তৈরি করতাম, যে ব্রিফকেসের ভেতরেই থাকে দেশের পরমাণবিক অস্ত্রসম্ভার নিয়ন্ত্রণের চাবিকাঠি। এটা এ কারণে করতাম যাতে তিনি (বাইডেন) জয়ী হলেও যেন অপূরণীয় পরিণতি এড়ানো যায়।
মঙ্গলবার আগামী নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে বাইডেন বলেন, আমাদের সঙ্গে থাকুন, বাকি কাজ শেষ করি। সেইসঙ্গে তিনি রিপাবলিকান চরমপন্থীদের হাত থেকে আমেরিকার গণতন্ত্রকে বাঁচাতে লড়াই করছেন বলেও জানান।
প্রসঙ্গত, বাইডেন যদি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, তাহলে তিনি ৮৬ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করবেন। আর সেটা হলে তিনিই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট। যা হবে মার্কিন ইতিহাসে নতুন রেকর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।