বিনোদন ডেস্ক : বাড়িতেই ঘরোয়া পরিবেশে ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন পালন করেন প্রসেনজিৎ এবং অর্পিতা। বুম্বাদার সেই কোলাজে দেখা যাচ্ছে মিশুকের সামনে রাখা আছে দুটি কেক। ফুটবলপ্রেমী মিশুকের জন্য রয়েছে ফুটবল কেক। প্রসেনজিৎ-পুত্রকে নেটমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের একাধিক ব্যক্তিত্ব। ছোটবেলা থেকেই ফুটবল ভালোবাসে তৃষাণজিৎ। ভবিষ্যতে তার লক্ষ্য ফুটবলার হওয়া। এমনকি দেশের হয়েও খেলতে চায় মিশুক।
ফ্রেমবন্দি একগুচ্ছ ছবি। সব ছবিতেই জন্মদিনের আমেজ আর কেকের গন্ধ। আজ তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশুকের জন্মদিন। ছেলের জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মিশুকের জন্মদিন পালনের ছবি দেখে আবেগে ভাসলেন ভক্তরা। তবে কেবল প্রসেনজিৎ নয়, পাশাপাশি ফ্রেম ভাগ করে নিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ও।
সকালেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নেন প্রসেনজিৎ। সেখানে দেখা গেল, উৎসব বাড়ির লনে বসেছিল মিশুকের জন্মদিনের ছিমছাম পার্টি। ফুটবলপ্রেমী মিশুকের জন্য হাজির ছিল ফুটবল কেক। সেইসঙ্গে হাজির ছিল আরও বড় একটি কেকও। গাঢ় নীল রঙের জ্যাকেটে ঝলমল করছে বার্থ ডে বয়। আর প্রসেনজিতের পরণে দেখা গেল জলপাই রঙের শীতপোশাক। ছেলের জন্মদিনে অর্পিতা বেছে নিয়েছিলেন নীল ডেনিম আর গোলাপি সোয়েটার টপ। একে অপরকে কেক খাইয়ে দেওয়া থেকে শুরু করে মিশুককে মাঝে নিয়ে হাসিমুখে প্রসেনজিৎ অর্পিতা, ফ্রেমবন্দি করা হল সব মুহূর্তই। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করে প্রসেনজিৎ লিখলেন, ‘শুভ জন্মদিন মিশুক। তোমার জন্মদিনে ফিরে দেখা কিছু সুন্দর মুহূর্ত। যেমন সুন্দর তোমার মন, তেমনটাই থাকুক চিরকাল।’ সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের পোস্টে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন টলিউডের নায়ক নায়িকারাও।
উৎসব বাড়ির বড় বসার ঘরে সাদা কালো বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্বাক্ষরের নিচেই নিজের নাম লিখে রেখেছেন মিশুক। বাবার জুতোয় পা গলানোর ইচ্ছা? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বললেন, ‘আপাতত নয়। ভবিষ্যতে কী হবে জানি না। ও পেশায় ফুটবলার হতে চায়, জাতীয় দলে খেলতে চায়। এখন যে সমর্থনটা ও আমাদের থেকে চায় সেটাই পাচ্ছে। আমার গোটা বাড়িতে ফুটবলের ছবি, মোহনবাগান, এটিকের ছবি। আমাদের ঠাকুরঘরেও মেসির ছবি আছে। ও একজন ফুটবলার হওয়ারই প্রস্তুতি নিচ্ছে। আমি ভীষণ খুশি যে আমার ছেলে পেশায় একজন খেলোয়াড় হতে চায়। এতে আমার বাবাও ভীষণ খুশি। মিশুক কখনোই বলে না আমি তোমাদের মত হতে চাই। ও বলে, আমি একজন খেলোয়াড় হিসেবে পরিচিতি পেতে চাই। এটা আমার ভীষণ ভালো লাগে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।