বিনোদন ডেস্ক : বড় পর্দা কাঁপানো জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। প্রেম দিবসে সকলকে চমকে দিয়ে তাঁদের বিয়ে আমন্ত্রন পত্র পাঠালেন। তাতে লেখা, ‘বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’।
এই দুই তারকার বিয়ের পাকা দেখা থেকে অন্যান্য দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা। এই বিয়ের ঘটকালি করছেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়।
একসঙ্গে পর পর হিট ছবি দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। সেই সময় টলিপাড়ার অন্দরের জোর খবর ছড়ায় সম্পর্কে জড়ান প্রসেনজিৎ-ঋতুপর্ণা। কিন্তু ‘উৎসব’ ছবির সময় থেকেই নাকি দূরত্ব বাড়তে থাকে এই জুটির। ‘প্রতিহিংসা’ ছবিটি করার পর তাঁরা সিদ্ধান্ত নেন একসঙ্গে আর কোনও ছবি করবেন না বুম্বা-ঋতু।
সম্পর্কের বরফ গলল ফের এক হল ঋতু-বুম্বা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘প্রাক্তন” ছবির মাধ্যমে।
তারপর এই জুটিকে দেখা যায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে।
‘প্রসেনজিৎ Weds ঋতুপর্ণা’ এই ছবিটি তাঁদের ৪৯ তম ছবি হতে চলেছে। এই ছবির শ্যুটিং শুরু হবে মার্চ মাস থেকে কলকাতায় হবে ছবির শ্যুটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।