জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস আক্রান্ত এক রোগী শনাক্তের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করেছে কর্তৃপক্ষ।
আবাসিক এলাকার পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
প্রাণ কানাই সাহা বলেন, ‘উক্ত আবাসিক এলাকায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। সে কারণে এলাকার বাসিন্দাদের আগামী ১৪ দিন যার যার বাসায় থাকার কথা বলা হয়েছে।’
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক কানাই সাহা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।