আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দুটি হাসপাতাল থেকে অন্তত ৮৫ জন ডাক্তার পদত্যাগ করেছেন। এর পাশাপাশি পদত্যাগ করেছেন বেশ কয়েকজন নার্সও। খবর আল জাজিরা’র।
ডাক্তাররা বলছেন, করোনাভাইরাস থেকে বাঁচতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালগুলোতে সুরক্ষা ব্যবস্থা না থাকার অভিযোগও করেছেন তারা। বুলগেরিয়ায় করোনাভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারির একদিন পরই ডাক্তাররা এই পদত্যাগপত্র দিলেন।
এ বিষয়ে ক্যামেলিয়া বাচোভস্কা নামের এক ডাক্তার আল জাজিরাকে বলেন, আমাদের হাসপাতালে করোনা চিকিৎসা হবে এটি জানার পর আমিসহ আরও ৮৪ জন ডাক্তারের পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই এবং এটা শুধু আমাদের হাসপাতালে তা কিন্তু নয়। বাকিগুলোরও একই অবস্থা।
গত সপ্তাহেও করোনা আতঙ্কে বুলগেরিয়ার সেন্ট সোফিয়া হাসপাতাল থেকে ছয়জন ডাক্তার পদত্যাগ করেছেন। করোনা ভাইরাসে বুলগেরিয়ায় এখন পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন দুজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।