in

বুলগেরিয়ায় বাসে আগুন, শিশুসহ ৪৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ায় একটি বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টায় রাজধানী সোফিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোসনেক গ্রামের কাছে মেসিডোনিয়াগামী ওই বাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসি’র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ বেসরকারি টেলিভিশনকে দেওয়া বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে এবং অগ্নিদগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নিকোলাভ বলেন, ‘একটি বাসে আগুন লেগে তা থেকে ৪৫ জন নিহত হয়েছেন।’

বাসে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশির ভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা।

এদিকে ম্যাসিডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুজার ওসমানি জানিয়েছে, সাপ্তাহিক ছুটি শেষ করে ইস্তানবুল থেকে স্কোপজে যাচ্ছিলো বাসটি। পথেমধ্যে দুর্ঘটনা ঘটে।

মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ এই দুর্ঘটনা নিয়ে এরইমধ্যে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন।