জুমবাংলা ডেস্ক : বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ মুজাহিদকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বুয়েট প্রশাসনকে দেওয়া সব দাবি মেনে নেয়ায় আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে বুয়েট শিক্ষার্থীরা।।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেল চারটায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাহমুদুর রহমান সায়েম।
সম্মেলনে মাহমুদুর রহমান সায়েম বলেন, গত ৭ অক্টোবর শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা ৮ অক্টোবর থেকে আবরার হত্যার বিচার এবং একইসঙ্গে একটি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রথমে আট দফা এবং পরে সংশোধিত দশ দফার ভিত্তিতে আন্দোলন শুরু করি।
এই মাঝে ১৫ অক্টোবর বুয়েট ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আন্দোলন ২ দিনের অন্য শিথিল করা হয় এবং আন্দোলনের নয় দিনের মাথায় ১৬ অক্টোবর গণশপথের মধ্য দিয়ে মাঠ পর্যায়ের আন্দোলন তুলে নেওয়া হয়। আমাদের আন্দোলনকে ব্যবহার করে কোনো অপশক্তি যাতে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে এবং একইসঙ্গে বুয়েট প্রশাসন যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেজন্যই মূলত মাঠ পর্যায়ের আন্দোলন থেকে সরে আসা হয়।
তদন্তকারী সংস্থা অত্যন্ত নিষ্ঠার পরিচয় দিয়ে ১৩ নভেম্বর আবরার হত্যা মামলার চার্জশিট দাখিল করে এবং মাননীয় প্রধানমন্ত্রীও এ ব্যাপারে শুরু থেকেই সচেতন ছিলেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সঙ্গে আইন মন্ত্রী মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার ব্যাপারে জানান।
এর আগে গত ২ নভেম্বর মিটিংয়ে বুয়েটকে দ্রুত সচল করার জন্য আমরা সবশেষে কেবল তিনটি পয়েন্ট এর কথা বলি এবং এই তিনটি পয়েন্ট এর প্রথম দুটো মেনে নেওয়া হলে আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষার তারিখ নেওয়া হবে এবং তৃতীয়টি টার্ম ফাইনাল পরীক্ষা শুরুর অন্তত এক সপ্তাহ আগে মেনে নেওয়া হলে পরীক্ষায় অংশগ্রহণ করা হবে বলে জানাই।
গত ২ নভেম্বর মিটিংয়ে বুয়েটকে দ্রুত সচল করার জন্য আমরা তিনটি দাবি জানায়। এর মধ্যে প্রথম দুটি মেনে নেওয়ায় আমরা ২৯ ডিসেম্বর পরীক্ষায় অংশগ্রহণ করব।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.