জুমবাংলা ডেস্ক: প্রতিবন্ধী এক বৃদ্ধকে রাস্তা পার করে দিচ্ছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান। সম্প্রতি এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
সোমবার (৫ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর-সদর বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পৌর-সদর বাজারের ডাকবাংলোর সামনে ওসি মো. সারোয়ার জাহান এর নেতৃত্বে পুলিশের টহল দলকে দেখে একজন শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে হাউমাউ করে কেঁদে পুলিশের উদ্দেশ্যে কিছু বলতে ছিল। তখন ওসি সারোয়ার জাহান এগিয়ে গেলে প্রতিবন্ধী লোকটিকে তার সমস্যার কথা জিজ্ঞেস করেন।
পরে তার কথা শুনে তিনি নিজে নগদ অর্থ সহায়তায় দিয়ে রাস্তা পার করে হোটেল থেকে খাবার দিয়ে বলেন, আপনার আরও কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন। এই কথা শুনে প্রতিবন্ধী লোকটি আনন্দে হাওমাউ করে কেঁদে দিলেন এবং দুই হাত তুলে মহান আল্লাহ তায়ালার নিকট মানবিক পুলিশের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, আইজিপি বেনজীর আহমেদ স্যার, ডিআইজি বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা রেঞ্জ এর হাবিবুর রহমান স্যার এবং কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) স্যার চাচ্ছেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক পুলিশ হবে। এরই ধারাবাহিকতায় সমাজের সকল মানুষকে ঠিক করে এই সহযোগিতা করছি। একই সঙ্গে তার আরও কোন কিছু প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



