জুমবাংলা ডেস্ক : প্রায় ৬-৭ মাস পূর্বে এক শীতের সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ই খাল ব্রিজের পাশে গাড়ি থামিয়ে ৫৫-৬০ বছরের এক বৃদ্ধাকে ফেলে রেখে যায় এক নারী। পেছন থেকে বৌ মা বৌ মা আমারে রাইখা যাইওনা বলে কাঁদতে থাকে বৃদ্ধা। কিন্তু বউ মা আর থামে না। স্থানীয় অনেকেই সেই দৃশ্য দেখেছেন কিন্তু কাছে যাওয়ার আগেই স্থান ত্যাগ করেন বৃদ্ধার বৌ-মা ওই নারী। এভাবেই বৃদ্ধার করুন ঘটনার বর্ণনা দেন তাকে দীর্ঘ সময় আশ্রয় দেয়া মালেকা বেওয়া।
সেই থেকে বৃদ্ধার ঠিকানা কখনো গাছের নিচে, কখনো রাস্তার পাশে, কখনো আবার ব্রিজের নিচে। বর্তমানে তার ঠিকানা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকার আন্ডারপাসের নিচে। গতকাল সকাল ৮টায় সেই বৃদ্ধাকে খাইয়ে দিতে দেখা যায় সেখানে অবস্থান করা একজন পাগলকে। বৃদ্ধা বর্তমানে কোনো কথা বলতে পারেন না, শারীরিক অবস্থাও খুব মুমূর্ষু।
প্রায় ৬-৭ মাস পূর্বে এক শীতের সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ই খাল ব্রিজের পাশে গাড়ি থামিয়ে ৫৫-৬০ বছরের এক বৃদ্ধাকে ফেলে রেখে যায় এক নারী। পেছন থেকে বৌ মা বৌ মা আমারে রাইখা যাইওনা বলে কাঁদতে থাকে বৃদ্ধা। কিন্তু বউ মা আর থামে না। স্থানীয় অনেকেই সেই দৃশ্য দেখেছেন কিন্তু কাছে যাওয়ার আগেই স্থান ত্যাগ করেন বৃদ্ধার বৌ-মা ওই নারী। এভাবেই বৃদ্ধার করুন ঘটনার বর্ণনা দেন তাকে দীর্ঘ সময় আশ্রয় দেয়া মালেকা বেওয়া।
সেই থেকে বৃদ্ধার ঠিকানা কখনো গাছের নিচে, কখনো রাস্তার পাশে, কখনো আবার ব্রিজের নিচে। বর্তমানে তার ঠিকানা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকার আন্ডারপাসের নিচে। গতকাল সকাল ৮টায় সেই বৃদ্ধাকে খাইয়ে দিতে দেখা যায় সেখানে অবস্থান করা একজন পাগলকে। বৃদ্ধা বর্তমানে কোনো কথা বলতে পারেন না, শারীরিক অবস্থাও খুব মুমূর্ষু। সূত্র : মানবজমিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।