জুমবাংলা ডেস্ক: নরসিংদীর রায়পুরায় বৃদ্ধ বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান ছেলে। রবিবার (০৭ মে) সকাল ৯টায় উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হাজি আমিনুল ইসলাম ওরফে আইনুল (৭০)। তিনি ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে ইয়াছিন মিয়াকে (৩০) গ্রেপ্তার করে।
এর আগে ২০১৫ সালে তার অত্যাচারে ছোট বোন নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করে বলে জানান এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন আইনুল। ইয়াছিন প্রথম স্ত্রীর সন্তান। ছোট বয়স থেকেই মাদক সেবনে জড়িয়ে পড়েন। বিভিন্ন সময় মাদক কেনার টাকার জন্য বাবার সঙ্গে ইয়াছিনের ঝগড়া লেগেই থাকত। দিনদিন তার অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। রবিবার সকালে পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে বৃদ্ধ আমিনুলকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান অভিযুক্ত ইয়াছিন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে নিহতের বড় মেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। জানা গেছে, অভিযুক্ত ইয়াছিনের বড় ভাই প্রবাসে থাকেন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাড়িতে বৃদ্ধ আমিনুল, তার স্ত্রী ও ইয়াছিন থাকতেন।
রায়পুরা থানার উপপরিদর্শক নবী হোসেন জানান, হত্যাকারী নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে ঘটনা জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিনের স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে (বিকেল ৩টা পর্যন্ত) কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।
পাগলা মসজিদের দানবাক্সে ১৯ বস্তা টাকা, গণনার সময় মিলল নারীর চিরকুট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।