নিজস্ব প্রতিবেদক : বৃষ্টির কারণে ভিজে যাচ্ছে সবজি। তাছাড়া সরবরাহ কম থাকায় রাজধানীর কাঁচাবাজারে সবজি, মাছ ও মুরগীর দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রায় সব সবজির দামই বাড়তির দিকে।
বাজারে মিষ্টি কুমড়া ৬০ থেকে ৭০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেগি, কাঁচা পেঁপে ২০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, পটল ৩০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, গাজর ৩০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, কচু ৫০ টাকা, টমেটো ৮৫ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৪৫ টাকা, কচুর মুখি ৫০ টাকা, শসা ৩৫ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৪৫ থেকে ৪৮ টাকা, দেশি পেঁয়াজ ৫০ থেকে ৫৫, রসুন (চায়না) ১৪০ টাকা, রসুন (দেশি) ১৪০ থেকে ১৫০, আদা ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও করলা ৬০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কাঁচা কলা ২৫ থেকে ৩০ টাকা হালি, জালি কুমড়া ৩০ থেকে ৩৫ টাকা, লেবু ২০ থেকে ৩০ টাকা হালি, প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা পিস, ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। আর গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়ে শিমের দাম এখন ১৫০ টাকা।
হাতিরপুল বাজারের সবজি বিকেতা হাশেম মিয়া বলেন, ‘দাম বাড়তি হওয়ার কারণে অনেক কাস্টমার রাগারাগি করতেছে। আসলে আমাদের লোকসানের খবর তো উনারা জানেন না সব সবজিতেই কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা রেখেছে। গত সপ্তাহে সরবরাহ কিছুটা ভালো ছিল, কিন্তু এ সপ্তাহে খুবই কম। আর শীতকালীন সবজির দাম অনেক বেড়েছে। বিশেষ করে শিমের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ টাকা। এছাড়াও বেগুন, কাকরোল, বাঁধাকপি, ফুলকপিসহ অনেক সবজিরই দাম বেড়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ক্রেতারা। দাম বাড়ানো নিয়ে অনেক ক্রেতাকেই বিক্রেতাদের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।