জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে আগামীকাল (২৭ মার্চ) বা পরশু (২৮ মার্চ) দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (২৬ মার্চ) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, এ মাসের শেষের দিকে অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। এছাড়া কোথাও কোথাও আবার কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে বলে উল্লেখ করেন এ আবহাওয়াবিদ।
তিনি আরও বলেন, বৃষ্টি হওয়ার পর কিছু এলাকায় তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টির মাত্রাও দীর্ঘস্থায়ী হবে না। তবে বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিতে এ ঝড় বয়ে যেতে পারে।