বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: লোকে বলে বৃহস্পতি তুঙ্গে, তবে দেখা গেল বৃহস্পতির রূপ আরও তুঙ্গে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির কথাই বলছিলাম। গ্রহটির বিস্ময়কর ও অতুলনীয় রুপ দেখে হতবাক গোটা বিশ্বের জ্যোতিষ্কপ্রেমীরা।
প্রথমবারের মতো বৃহস্পতি গ্রহের কিছু অপরূপ ছবি তুলেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দূরবীক্ষণ যন্ত্র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। যা আগে কখনো দেখেনি পৃথিবীর মানুষ।
পৃথিবী থেকে ১০ লক্ষ মাইল দুরে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করা জেমস ওয়েব টেলিস্কোপ গত ২৭ জুলাই বৃহস্পতির ছবিটি তুলে পাঠায়। ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী জুডি স্মিট ছবিটি সম্পাদনা শেষে ২২ আগস্ট সোমবার তা প্রকাশ করেন।
ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে, বৃহস্পতির উত্তর ও দক্ষিণ মেরুর চোখ ধাঁধানো আলো, বৃহস্পতির পৃষ্ঠের দানবীয় ঝড় গ্রেট রেড স্পট, যা পুরো পৃথিবীকে গিলে ফেলতে পারে নিমেষেই। এছাড়া গ্রহটিকে ঘিরে থাকা বলয় এবং দুটি ছোট উপগ্রহ, এমনকি বৃহস্পতির পেছনের গ্যালাক্সিতে উজ্জ্বল নক্ষত্রগুলোকেও ছবিতে দেখা যাচ্ছে আরও স্পষ্ট।
ছবিতে বেরিয়ে এসেছে বৃহস্পতি গ্রহের অনেক বৈশিষ্ট্য। যেমন, গ্রেট রেড স্পট নামে দানবীয় ঝড়টি দেখা যাচ্ছে একেবারেই স্পষ্ট। সাধারণত লাল রঙের হয় বলেই এর নাম গ্রেট রেড স্পট। কিন্তু জেমস ওয়েবের নতুন ছবিতে সেটি দেখা গেছে সাদা রঙের। জেমস ওয়েবের ‘নিয়ার ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে তোলার কারণেই লাল রঙের বদলে সাদা রঙে ফুটে উঠেছে ‘গ্রেট রেড স্পট’।
জ্যোতির্বিজ্ঞানীরা ছবিটিকে বলছেন অবিশ্বাস্য। তারা বলছেন, জেমস ওয়েবের নিয়ার ইনফ্রারেড ক্যামেরা যে কতটা শক্তিশালী, এই ছবিটিই তার প্রমাণ। মানব চোখে ইনফ্রারেড আলো দৃশ্যমান নয়।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক এবং প্ল্যানেটারি বিশেষজ্ঞ ইমকে ডি প্যাটার বলেন, আজ পর্যন্ত বৃহস্পতির এমন চিত্র দেখিনি আমরা। এটা বিস্ময়কর ও অতুলনীয়। জেমস ওয়েবের এই ছবিতে বৃহস্পতির বিশদ বিবরণ এত সূক্ষ্ম যে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমরা। সবই বেশ অবিশ্বাস্য।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।