বেঁচে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন সাগরে ভাসতে থাকা ৯ জেলে, অবশেষে উদ্ধার

জুমবাংলা ডেস্ক : বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা নয় জেলেকে মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (৪ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে উদ্ধার করা এসব জেলেদের ছেড়ে দেয়া হয়।

উদ্ধার হওয়া এসব জেলেরা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত জেলেরা বলেন, ইলিশ মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থানকালে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ি। এরমধ্যে আমাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। সাগরেই ভাসতে থাকি। একপর্যায়ে জীবনে বেঁচে ফিররো এমন আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ভাগ্যক্রমে মান্দারবাড়িয়া ফাঁড়ির বন বিভাগের একটি টহল টিমের নজরে পড়লে তারা উদ্ধার করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, নয় জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সাগরে ভাসতে ভাসতে সাতক্ষীরা রেঞ্জের বাহির মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছায়। সেখানে বন ফাঁড়ির একটি টহল দল বুধবার তাদের উদ্ধার করে। এরপর থেকে তারা বন বিভাগের হেফাজতে ছিল। আজ সন্ধ্যায় তাদের নিরাপদে মুক্ত করে দেয়া হয়েছে। তাদের কাছে ইলিশ মাছ ধরার পাশ পারমিট পাওয়া গেছে। বৈধভাবেই সাগরে মাছ ধরছিলেন এসব জেলেরা।