গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, যুব ও ক্রীড়া এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক বইয়ে স্বাক্ষর করার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, নতুন বাংলাদেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার আপসহীনভাবে ভূমিকা রেখেছেন।
সামনের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যখন বাস্তবায়নের রূপ নিতে যাচ্ছে, সেই পথ চলায় তিনি এখন পাশে নেই। তারই চলে যাওয়া বাংলাদেশ এতিম হয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে তার যেস্বপ্ন, তা বাস্তবায়ন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


