
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।
গতকাল রোববার (৪ জানুয়ারি) কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
শোকবইয়ে দেওয়া মন্তব্যে বালা নন্দ শর্মা বেগম খালেদা জিয়াকে একজন ‘প্রভাবশালী ও মহান রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, বেগম জিয়ার প্রয়াণ কেবল বাংলাদেশের রাজনীতির জন্য নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য একটি অপূরণীয় ক্ষতি। বিশেষ করে নেপাল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর অগ্রণী ভূমিকা নেপাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
নেপালি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক সহযোগিতা ও দক্ষিণ এশীয় সংহতি প্রতিষ্ঠায় বেগম জিয়ার নিবেদন ইতিহাসের পাতায় স্থায়ী ছাপ রেখে গেছে। এদিন দূতাবাসে নেপালি মন্ত্রীকে অভ্যর্থনা জানান নিযুক্ত রাষ্ট্রদূত ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুধু নেপাল নয়, বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গও দূতাবাসে এসে প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
উল্লেখ্য, দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


