বেরোবি প্রতিনিধি: শোকের মাসে সকল প্রকার আন্দোলন বন্ধ করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ১ আগস্টের মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে এমন এমন কথা বলেন তাঁরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দুপুর ১২টায় মৌন মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করার পর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় চলে এই সমাবেশ। উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর নেতৃত্বে সমাবেশে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা ও কিছু কর্মচারী অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট তাবিউর রহমান এর সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা শোকের মাস উপলক্ষে বিভিন্ন কথা বলেন।
শোকের মাসকে শক্তিতে রুপান্তরিত করার আহবান জানান বক্তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান সকল প্রকার বিশৃঙ্খলা তুলে ধরে তা বন্ধের দাবি করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩ দফা দাবিতে গত ১৭ জুন থেকে কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করছেন ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা। তবে প্রশাসনের দাবি গত ১১ জুলাই অনুষ্ঠিত ৬২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী দাবি পূরণ করা হলেও কর্মচারীরা উদ্দেশ্যমূলকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।