স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ পর চেন্নাই সুপার কিংস শিবিরে ফিরেই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তার স্লোয়ার ও কাটারে ডেথ ওভারে কুপোকাত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে ২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি বেগুনি টুপি দখলে নিয়েছেন তিনি।
সোমবার (৮ এপ্রিল) এম চিদাম্বরাম স্টেডিয়ামে মুস্তাফিজের শেষদিকের অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৭ রানে থেমেছে কলকাতা। ইনিংস শেষে টাইগার পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ রবীন্দ্র জাদেজা।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশে অবস্থান করায় আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি মুস্তাফিজ। তার অনুপস্থিতি বেশ ভালোই ভুগিয়েছে চেন্নাইকে। ম্যাচটি তারা হেরেছিল ৬ উইকেটের ব্যবধানে। তবে কলকাতার বিপক্ষে দলকে ভুগতে দেননি ফিজ।
স্লোয়ার ও কাটার ডেলিভারির সমন্বয়ে কলকাতার ব্যাটারদের কুপোকাত করেন তিনি। ৪ ওভার বল করে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নেন তিনি। মোট ১৬টি ডট দেন টাইগার পেসার। প্রথম দুই ওভারে উইকেটশূন্য থাকার পর নিজের তৃতীয় ওভারে পেতে পারতেন সফলতা। কিন্তু চেন্নাইয়ের উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি লুফে নিতে পারেননি আন্দ্রে রাসেলের ক্যাচ। বিধ্বংসী রাসেলের বিপরীতে ১৮তম ওভারে বল করতে এসে ওয়াইড ও নো বলসহ দেন ৯ রান। এ ওভারে ডট দেন চারটি।
উইকেট না পাওয়ার হতাশা শেষ ওভারে মেটান ফিজ। একটি বাইসহ মোটে ২ রান দিয়ে ২০তম ওভারে তুলে নেন ২ উইকেট। শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্ককে যথাক্রমে জাদেজা ও রাচিন রবীন্দ্রর ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান ফিজ। তাতে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহালকে পেছনে ফেলে তিনি দখলে নেন সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি বেগুনি টুপি। সমান ম্যাচে রাজস্থান রয়্যালসের বোলারের শিকার ৮ উইকেট।
ইনিংস বিরতিতে চেন্নাই সতীর্থ ও ভারতীয় অলরাউন্ডার জাদেজা বেগুনি টুপি পরিয়ে দিয়ে মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ও (মুস্তাফিজ) এই উইকেটে ভীষণ কার্যকর। ও খুবই ভালো কিছু স্লোয়ার ডেলিভারি করেছে। ও আজ অসাধারণ ছিল বলে আমি মনে করি।’
এদিন কলকাতাকে অল্প রানে আটকে রাখার কৃতিত্বটা কম নয় জাদেজারও। ১ উইকেট হারিয়ে ৬ ওভারে ৫৬ রান তোলা দলটির রানের চাকা মন্থর করে দেন মূলত তিনিই। তার ঘূর্ণির তোপে দলীয় ৬৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই। দুই সেট ব্যাটার সুনীল নারিন (২৭) ও অঙ্কৃশ রঘুবংশীর (২৪) সঙ্গে তিনি সাজঘরে ফেরান ভেঙ্কটেশ আইয়ারকে (৩)। সে ধাক্কা আর সামলে উঠতে পারেনি কলকাতা। শেষদিকে তুষার দেশপান্ডে ও মুস্তাফিজদের বোলিং নৈপুণ্যে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে শ্রেয়াস আইয়ারের দল। তাতে টানা দুই হারের পর ঘুরে দাঁড়াতে সহজ লক্ষ্য পেয়েছে চেন্নাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।