আন্তর্জাতিক ডেস্ক : কয়েকদিন ধরেই ভারতের বেঙ্গালুরুর যশবন্তপুরের শরিফনগর এলাকায় অনেকে ভূত দেখেছেন বলে শোনা যাচ্ছিল। অটোচালক থেকে সাধারণ পথচারী, অনেকেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, রাতের বেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ‘ভূত’ তাদের তাড়া করেছে।
সাদা পোশাক পরিহিত সেই ভূতের কারো মুখে কালি, আবার কারো মুখ দিয়ে ঝরে রক্ত! স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ। অবশেষে তদন্তে নেমে বেঙ্গালুরুর রাস্তায় ঘুরে বেড়ানো সেই সাত ‘ভূত’-কে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই সাতজন ভূত সেজে রাতের বেলা পথচারীদের ভয় দেখাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিজেদের ইউটিউব চ্যানেলে প্রাঙ্ক ভিডিও আপলোড করার জন্যই ভূত সেজে ভয় দেখাচ্ছিলেন তারা। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন আটকরা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই বিভিন্ন কলেজের ছাত্র। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। বেঙ্গালুরুর ডিসিপি (নর্থ) এন শশীকুমার বলেন, এস মালিক, নাভিদ, এ মুহাম্মদ, সাকিব, এস নাবিল, ইউসুফ এ, এম আকিউব- সবাই আর টি নগরের বাসিন্দা। তাদের কেউ কৃষিবিদ্যা, কেউ বিজনেস ম্যানেজমেন্ট, কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে কলেজে পড়াশোনা করে। গত কয়েক দিন ধরে সাদা জামা, লম্বা চুল লাগিয়ে ভূত সেজে তারা শরিফনগরের পথচারীদের ভয় দেখাচ্ছিল। কেউ কেউ এড়িয়ে গেলেও, অনেকেই তাদের এই অভিনয়ে ভয় পেয়েছেন।
গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় প্রাঙ্ক ভিডিওর বিষয়টি জানতে পারে পুলিশ। নিজেদের ইউটিউব চ্যানেলের কথাও জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেন তারা। এ কাজের জন্য পুলিশের কাছে ক্ষমাও চেয়েছেন তারা। অপরাধমূলক হুমকি, জনসাধারণকে উপদ্রব এবং প্রকাশ্য স্থানে অবৈধ জমায়েতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
7 #miscreants, who dressed up as #ghosts and played #prank on people, in #Bengaluru, #Karnataka, have been arrested.
Video by #news24official @news24official pic.twitter.com/L1Tr9Goo6b— Vijay Kumar Shukla (@vi_shukla) November 11, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।