আলোচিত বেটিং অ্যাপ মামলায় তলবের জবাবে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সদর দপ্তরে হাজির হয়েছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সাদা ওভারসাইজ শার্ট ও জিন্স পরে, হাতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে ইডি অফিসে পৌঁছান তিনি। এ সময় তাকে হাসিমুখে দেখা যায়।
সূত্রের খবর, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। এই বেটিং অ্যাপটির সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে গত বছর থেকেই একাধিক বলিউড ও দক্ষিণী তারকার পাশাপাশি কয়েকজন ক্রিকেটারকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
মিমির পাশাপাশি অভিনেতা অঙ্কুশ হাজরাকেও এই মামলায় ডেকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তদন্ত সংস্থা। এর আগে একই মামলায় বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, উর্বশী রাউতেলা, প্রকাশ রাজ, সুরেশ রায়না ও হরভজন সিং-এর মতো তারকাদের বয়ান রেকর্ড করা হয়েছে।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছেন না। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন—
“আইন তার নিজস্ব পথে চলবে। নোটিশ নিয়ে আমি কিছু বলার লোক নই।”
ইডি দপ্তরে প্রবেশের সময় বা পরে মিমি সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করেননি। তবে ধারণা করা হচ্ছে, তিনি তার আইনজীবীর পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিয়ে এসেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।