বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের পায়ের তলায় নাকি সর্ষে! সুযোগ পেলেই তিনি বেড়াতে বেরিয়ে পড়েন। সঙ্গী অবশ্যই দেব। কখনো গ্রিস, কখনো পারস্য, আবার কখনো থাইল্যান্ডেই খুশি। গড়পড়তা বাঙালি বেড়াতে এমনিতেই ভালোবাসে। দেবের ‘দেবী’ কি একটু বেশিই মনে হয়? একটু সুযোগের অপেক্ষা। একটু শুটিংয়ের মাঝে গ্যাপ। আর এ সুযোগ পেলেই দেবের সঙ্গে বেরিয়ে পড়েন ‘দেবী’। কেন এত বেড়াতে যান রুক্মিণী মৈত্র? অবশেষে নিজেই সে কথা ফাঁস করলে এ অভিনেত্রী।
এর আগে আগস্টে এ যুগল বিদেশ ভ্রমণ করেন। পূজার ছবি ‘টেক্কা’র সাফল্য উদযাপনে ফের তারা বাইরে। কেন প্রায়ই তিনি ব্যাগ গুছিয়ে বিমানের টিকিট কাটেন? আনন্দবাজারের এক সাক্ষাৎকারে সেই রহস্য অভিনেত্রী নিজেই ফাঁস করেছেন।
রুক্মিণী মৈত্র বলেন, ভক্ত-অনুরাগীরা সারাক্ষণ মাথায় তুলে রাখেন। যার জেরে তিনি নিজেও নিজেকে কেউকেটা ভাবতে থাকেন। এই বেড়ানো তাকে মাটির কাছাকাছি নিয়ে আসে।
রুক্মিণীর মৈত্রের এমন কথা শুনে সবাই অবাক, তা হলে এ অভিনেত্রীর পুরো বক্তব্য শোনা যাক। সম্প্রতি বেড়াতে যাওয়া নিয়ে তিনি মুখ খুলেছেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে তাকে বলতে শোনা গেছে— বেড়ানো আমার কাছে এক ধরনের ‘থেরাপি’। তিনি বলেন, কিছু দিন সব কোলাহল থেকে দূরে থাকার ভীষণ ভালো পদ্ধতি। একই সঙ্গে প্রকৃতির কোলে সময় কাটিয়ে নিজেকে মাটির কাছাকাছি রাখতে পারি। সে জন্যই প্রকৃতির কোলে বেশি সময় কাটাই।
রুক্মিণী বলেন, অভিনয়ের কারণে ভক্ত-অনুরাগীরা সারাক্ষণ কিছু না কিছু প্রশংসা করেই চলেছেন। যার জেরে একেক সময় নায়িকাও নিজেকে বিরাট কিছু মনে করতে থাকেন। সে ক্ষেত্রে প্রকৃতি তার প্রকৃত শিক্ষাদাতা।
এ অভিনেত্রী বলেন, যেখানে বেড়াতে যাই, সেখানে আমায় কেউ চেনে না। বুঝতে পারি, বিশাল ব্রহ্মান্ডে আমি ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা মাত্র। মনের মধ্যে জমে থাকা অহং কমতে থাকে। আমিও আবার পুরোনো ‘আমি’ হয়ে যাই। বেড়ানো তাকে এত কিছু দেয় বলেই রুক্মিণী অবসরে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ার সুযোগ হাতছাড়া করেন না।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.