বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে বেশ কিছু পরিবর্তন আসছে। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউটিউব শর্টসে মিউজিকের ব্যাপ্তি বাড়ানো হচ্ছে। পূর্বে নির্ধারিত ১৫ সেকেন্ড থেকে বাড়িয়ে ৬০ সেকেন্ড করা হচ্ছে।
লাইসেন্সকৃত গানের ব্যবহারে এই পরিবর্তন আনলো ইউটিউব।
ধারণা করা হচ্ছে, নতুন নীতিমালায় ইউটিউব শর্টস আরো জনপ্রিয়তা পাবে। এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, শর্টস ভিডিওতে ৩০ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ডের ট্র্যাক ব্যবহার করতে পারবে কনটেন্ট ক্রিয়েটররা।
এরইমধ্যে পরীক্ষামূলকভাবে এ ফিচার চালু হয়েছে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে আইওএস ও অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।