সরকারি চাকরিতে কর্মরতদের জন্য প্রতিবছর ১ জুলাই থেকে মূল বেতনের সঙ্গে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট যুক্ত হয়। এটি মূলত কর্মচারীর বর্তমান বেতনের ভিত্তিতে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে, যা সরকার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হয়। অন্যদিকে, বেসরকারি চাকরিতে ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির বিষয়টি প্রতিষ্ঠানভেদে আলাদা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মানবসম্পদ নীতির ওপর ভিত্তি করেই বেতন বাড়ানো হয়।
বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমন্ট) চেক করার নিয়ম : সরকারি কর্মচারী : iBAS++ (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম) ওয়েবসাইটে যেতে হবে।
আপনার আইডি নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন। বেতন নির্ধারণ এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত তথ্য দেখুন।
যেভাবে ইনক্রিমেন্ট চেক করবেন
১. প্রথমে গুগলে (ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স) প্রবেশ করে www.payfixation.gov.bd সাইটে প্রবেশ করুন।
২. এরপর ‘অনলাইন বেতন নির্ধারণী’ পেজ আসবে এবং সেখান থেকে ‘পরবর্তী ধাপ’ বাটনটিতে ক্লিক করুন।
৩. এরপর যে পেজটি আসবে সেখান থেকে ‘আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি’ এর বক্সে ক্লিক করুন এবং ‘পরবর্তী’ বাটনটিতে আবারও ক্লিক করুন।
৪. আগত পেজটিতে ‘ইনক্রিমেন্ট’ বাটনটিতে ক্লিক করুন। তারপর Information বক্সে ‘হ্যাঁ’ বাটনে ক্লিক করুন।
৫. পেজটি হতে বেসামরিক সিলেক্ট করুন।
৬. এরপর যে ডায়ালগ বক্স আসবে সেখানে National ID, Verification no (যে নম্বর ২০১৫ সনে পে-ফিক্সেশনের সময় দেওয়া হয়েছিল অথবা প্রতিবছরের এ ফিক্সেশন শিটেও পাবেন) এবং ইমেজ কোড দিয়ে (ফাঁকা বক্সে বাম দিকের সংখ্যাগুলো লিখে) login বাটনটি চাপুন।
৭. পরবর্তী ধাপে ‘লগইন’-এর জন্যে আপনার মোবাইলে প্রেরিত ৪ সংখ্যার Verification number বা কোড নির্ধারিত ফাঁকা ঘরে এন্ট্রি দিতে হবে এবং “Validate” এ ক্লিক করুন।
Xiaomi Pad 6S Pro 12.4 বাংলাদেশে ও ভারতে দাম বিস্তারিত স্পেসিফিকেশনসহ
৮. এর পরই আপনি আপনার কাঙ্ক্ষিত বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অটো সার্টিফিকেট প্রদত্ত পেজটি দেখতে পাবেন।
৯. সেখানে আপনার নাম পদবি, মোবাইল নম্বর, ইনক্রিমেন্টসহ ১ জুলাইয়ে আপনার মূল বেতন দেখাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।