জুমবাংলা ডেস্ক : ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটদের সঙ্গে বেতন নিয়ে দ্বন্দ্ব চলছে কর্তৃপক্ষের। আর এ কারণে ধর্মঘট শুরু করেছে পাইলটরা। দু’দিনের এ ধর্মঘটের প্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। প্রায় ১৭০০ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।
ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিএলপিএ-র ধর্মঘটের কারণে গ্রাহকদের হতাশা ও বিড়ম্বনা আমরা বুঝতে পারি। বেতন নিয়ে বিবাদ সমাধানে কয়েক মাস ধরে চেষ্টা করা হচ্ছে। কিন্তু এরপরেও তার এমন পরিণতিতে আমরা অত্যন্ত দুঃখিত।
ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বিএলপিএ) গত মাসে কর্তৃপক্ষকে দেয়া এক নোটিশে সেপ্টেম্বরে তিন দিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছিল।
ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ বলছে, কোন কোন পাইলট ধর্মঘটে যাবেন সে বিষয়ে বিএলপিএ বিস্তারিত না জানানোয় কারা কাজে যোগ দেবেন তা আমাদের পক্ষে জানার উপায় ছিল না। তাই সব ফ্লাইট বাতিল করা ছাড়া আমাদের কোনও বিকল্প ছিল না।
জানা গেছে, এই ধর্মঘটের পরও দ্বন্দ্বের সমঝোতা না হলে ২৭ সেপ্টেম্বর আরেক দফা ধর্মঘটের ঘোষণা দিয়ে রেখেছে পাইলটরা।
সূত্র : বিবিসি, রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।