অর্থনীতি ডেস্ক : বেনাপোল-পেট্রাপোল হয়ে আগামীকাল শনিবার কলকাতায় পৌঁছাবে বাংলাদেশের শুভেচ্ছা উপহার ইলিশের প্রথম চালান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ ভারতে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
পূজার শুভেচ্ছা হিসেবে বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কেবলমাত্র একজন রফতানিকারককে ভারতে ইলিশ রফতানির এ সুযোগ দেয়া হয়েছে। ২০১২ সালের ৩০ জুলাই বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেওয়ার পর থেকে বাংলাদেশের ইলিশ আর ভারতে যেতে পারেনি। দুর্গাপূজাকে সামনে রেখে এবার বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। গত ২২ সেপ্টেম্বর এ ব্যাপারে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্র দেয়া হলে কয়েক ধাপে ইলিশের চালান যাচ্ছে।
সবমিলিয়ে আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০টন ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছাবে।
উল্লেখ্য, পাঁচদিন ব্যাপী দুর্গাপূজা পালন উৎসব আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.