জুমবাংলা ডেস্ক : যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সদস্যরা বেনাপোলে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটক ওই ব্যক্তির নাম ইমাদুল ইসলাম, তিনি বেনাপোল মানকিয়া গ্রামের বাসিন্দা।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেনাপোল প্রাইমারি স্কুল এলাকায় মঙ্গলবার সন্ধায় অভিযান চালানো হয়। বিজিবি একটি চৌকস দল অভিযান চালিয়ে ভারত থেকে আনা ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় আটক করা হয় পাচারকারী ইমাদুলকে।
নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
উদ্ধার করা গাঁজা ও মোটরসাইকেলসহ আটক পাচরকারীকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। আজ বুধবার সকালে ওই মাদক পাচারকারীকে যশোর কোর্ট হাজতে পাঠানো হয় বলে জানান পোর্ট থানার পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।