Advertisement
স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে আফগানদের বিপক্ষে টেস্টের আগেই টেস্ট অলরাউন্ডারের দুই নম্বর অবস্থানটা হারিয়েছিলেন সাকিব। অ্যাশেজের তৃতীয় টেস্টে দুর্দান্ত খেলে অলরাউন্ডার র্যাংকিংয়ে দুইয়ে এসেছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। কিন্তু আফগানদের বিপক্ষে ম্যাচের পরেই স্টোকসকে নামিয়ে দুইয়ে উঠলেন সাকিব।
চট্টগ্রাম টেস্টে আহামরি পারফর্ম করেনি সাকিব। দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছেন ৫ উইকেট। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করলেও প্রথম ইনিংসে মাত্র ১১ রান। সাকিবকে হটিয়ে দুইয়ে চলে আসা স্টোকস অবশ্য নিচে নেমে গেছেন আরও। দুই ধাপ নেমে বর্তমানে অবস্থান চারে। তিনে রয়েছেন রবীন্দ্র জাদেজা। শীর্ষে ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার।
বোলারদের র্যাংকিংয়েও এক ধাপ এগিয়েছেন সাকিব। ২১ নম্বরে রয়েছেন, তাইজুল ১ ধাপ এগিয়ে তারপরেই রয়েছেন ২২ নম্বরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।