বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বেরোবি দাওয়া সোসাইটির” নবীনবরণ।
বেরোবি দাওয়া সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি দাওয়াহ সোসাইটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হবে। এসময় বরণকৃত শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে একটি অর্থসহ আল কুরআন, একটি চাবির রিং, একটি টি শার্ট, একটি কলম।
বেরোবি দাওয়াহ সোসাইটি সংগঠনটির সাধারণ সম্পাদক মো. বায়েজিদ শিকদার বলেন, ক্যাম্পাসে নবীনরা এসে অসৎ সঙ্গের কারনে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের মাঝে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিয়ে সঠিক পথে চলার আহবান জানানো হবে। যাতে করে তাদের পরবর্তীতে চলার পথ সহজ হয় এবং নিজ জীবনে ইসলামী বিধি বিধান পালনে উদ্বুদ্ধ হয়।
বেরোবি দাওয়াহ সোসাইটির সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, এই নবীন বরণ শুধুই একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয় বরং এটি নবীনদের জীবন চলার পথে নতুন একটি অধ্যায় যুক্ত করবে। শিক্ষার্থীরা যাতে ইসলামকে সঠিকভাবে জানতে পারে। এ অনুষ্ঠান তারই আয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।