 বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা শিবিরের পক্ষ থেকে কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা শিবিরের পক্ষ থেকে কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৪) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ক্যাফেটেরিয়া ও বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে তারা এই শীতবস্ত্র বিতরণ করেন। মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান শিবিরের সভাপতি মো: সোহেল রানা।
বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠনের নাম না এটি একটি আদর্শের নাম। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রকোপ খুব বেশি হওয়ায় মানুষের জনজীবনে নিদারুণ প্রভাব পড়ছে। ইসলামী ছাত্রশিবির শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করতেছে ।
তিনি আরও বলেন আমরা সমাজের বিত্তবান এবং প্রভাবশালী মানুষদের আহ্বান করছি আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শীতের এই নিদারুণ কষ্ট লাঘবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


